মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি মোঃ হাসান আলী:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। আটকৃতদের বাড়ি গোপালগঞ্জ, যশোর, বাগেরহাট, টাঙ্গাইল, নড়াইল ও গাইবান্ধা জেলার বিভিন্ন গ্রামে।আজ সোমবার সীমান্তের কানাইডাংগা গ্রাম থেকে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ শিশুকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।তাদেরকে দুপুরের দিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।