মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে শনিবার সকাল ১০টা সময় মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হাসিবুস সাত্তার,এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা.রাজু আহমেদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।
এসময় ক্যাম্পেইনে ৬ মাস বয়সী ও ৫ বছরের শিশুদের প্রথম ডোজ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হাসিবুস সাত্তার জানান,মহেশপুরের ৬ মাস বয়সী ও ৫ বছরের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো জন্য ২৮৮ টি অস্থায়ী কেন্দ্র আছে। আজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রথম ডোজ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।উদ্বোধন শেষে আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি।