আমঝুপি অফিস:
মানব উন্নয়ন কেন্দ্র (মউক) কর্তৃক সরকারি বই বিক্রি ও ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্র (মউক) কর্তৃক সরকারি বই বিক্রি ও ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে আমঝুপির ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজ।
মঙ্গলবার (২০ই মে) সকাল ১০:৩০ মিনিটের দিকে আমঝুপি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, তৃণমূল মডেল একাডেমী ও উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পে নতুন বই নিয়মবহির্ভূত ভাবে বিক্রয় ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) শিক্ষা প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
বক্তারা আরো বলেন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক) যে বিচার করে তার কোন অধিকার তাদের নেই, বিচারের নামে তারা অর্থ আত্মসাৎ করে, তার কোন আইনি বৈধতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সর্বশেষ তারা মানব উন্নয়ন কেন্দ্র(মউক)এর নির্বাহী প্রধানকে অতিসত্বর গ্রেপ্তারের দাবি জানান, তা না হলে আগামীতে বৃহৎ পরিসরে আন্দোলনের যাবার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলার শিক্ষক কমিটির সভাপতি ফয়জুল কবির,আমঝুপি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মারুফ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সুশীল সমাজের প্রতিনিধি আঃ রাজ্জাক, ছাত্র সমাজের প্রতিনিধি ফজলে রাব্বী, অভিভাবক এর পক্ষে তারিখ, আশিক, নাহিদ , নাছিম সহ স্থানীয় ছাত্র সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।