Home » মালেশিয়া প্রবাসীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু

মালেশিয়া প্রবাসীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
357 ভিউজ

নিজস্ব প্রতিনিধি এম. সোহেল রানা:

মালেশিয়া প্রবাসী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে ইন্তাকাল করেছে। মেহেরপুর সদর উপজেলার , মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুর(মন্ডলপাড়া) নিবাসী হাজী আয়ূব আলী’র ৩য় পুত্র মোঃ ইদ্রিস আলী (৩৩), তিনি প্রবাসজীবনে মালেশিয়াতে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মালেশিয়ার কুয়ালামপুর প্রবাসী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তাকাল করেছে।

উল্লেখ্য:
মোঃ ইদ্রিস আলী মালেশিয়াতে প্রায় ১৫ বছর আগে জীবন-জীবিকার তাগিদে আয়-উপার্জন করার উদ্দেশ্যে প্রবাস জীবনে পাড়ি জমায়, সেই থেকে একবারও তার দেশের বাড়িতে আসা হয় নি!!! বিশেষ সূত্রে জানাযায়- মরহুম ইদ্রিস আলীর লাশ দেশে আর ফিরে আসবেনা, মালেশিয়াতেই দাফন সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১১ ভাদ্র-১৪২৮বঙ্গাব্দ, ১৭ মহররম-১৪৪৩হিজরী, ২৬ আগস্ট-২০২১খ্রি.), আনুমানিক সকাল ১১.০০টার সময় (মালেশিয়ার সময়), বাংলাদেশ সময় ২.০০টা ফেসবুক আইডি অনুযায়ী (৩৩ বছর ৬ মাস ৬দিন) বয়সে বহু গুনগ্রাহী রেখে স্রষ্টার ডাকে সাড়া দিয়ে না ফিরার দেশে পাড়ি দিয়ে চলে গেছে-
:
[(ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রজি’ঊন। আল্লা-হুম্মা আজিরনী ফী মুসীবাতী ওয়াআখলিফলী খইরম্ মিনহা), অর্থ: আমরা আল্লাহর জন্য এবং আমাদের তাঁরই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ !আমাকে আমার বিপদের বিনিময়ে সওয়াব দাও এবং যা হারিয়ে গেছে তা অপেক্ষা উত্তম কিছু প্রদান কর।]
:
হৃদয়ে গাঁথা জন্মভূমি “প্রিয় কালাচাঁদপুর” (একটি ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠণ), কালাচাঁদপুর,মেহেরপুর-৭১০০।
ফেসবুক গ্রুপ পরিবারের পক্ষ থেকে-
“আমরা গভীর শোকাহত”

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। রেখে যাওয়া পরিবারের সকল সদস্য বর্গের প্রতি সমবেদনা ও সদস্যদের যেন সৃষ্টিকর্তা ধর্যধারণ করার তৌফিক দান করেন। আমিন।।

[বিঃদ্রঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যের ভিত্তিতে/ফেসবুক আইডি থেকে-
জন্ম- ২০ফেব্রুয়ারি-১৯৮৮ইং
মৃত্যু- ২৬ আগস্ট-২০২১ইং।

০ মন্তব্য

You may also like

মতামত দিন