Home » মুজিবনগরে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে ছাত্র মাহিদকে উদ্ধার করেছে পুলিশ

মুজিবনগরে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে ছাত্র মাহিদকে উদ্ধার করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
260 ভিউজ

মুজিবনগরে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে ছাত্র মাহিদকে উদ্ধার করেছে পুলিশ

মেহেরপুরের মুজিবনগর থেকে অপহৃত মো. মাহিদ হোসেন (১৭) কে অপহরণের মাত্র ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে জেলা পুলিশ। আজ বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে পুলিশি অভিযানে তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার রাতে মাহিদ তার তিন বন্ধু সাব্বির আলী রিয়াদ, সবুজ ও ফরহাদকে নিয়ে মোটরসাইকেলে কোমরপুর বাজার থেকে বাবুপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে রাত ৭টা ৫০ মিনিটের দিকে কোমরপুর ইটভাটা সংলগ্ন এলাকায় মাহিদ ও সাব্বিরের মোটরসাইকেলের পথরোধ করে একদল অপহরণকারী। পরে সাব্বিরকে ছেড়ে দিয়ে মাহিদকে পাশের বাগানে নিয়ে জিম্মি করে তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশের কাছে জানানো হলে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, মুজিবনগর থানা ও সাহেবপুর পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান শুরু করে।

অভিযান চলাকালে কোমরপুর টেংরামারি ব্রিজ সংলগ্ন মিন্টুর সেগুন বাগানের সামনে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে অপহরণকারীরা ফাঁকা মাঠে মাহিদকে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মাহিদকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

বর্তমানে মাহিদ জেলা পুলিশের হেফাজতে রয়েছে। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। দ্রুত উদ্ধার অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন