Home » মুজিবনগরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা

মুজিবনগরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
178 ভিউজ

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে জরিমানা আদায়

মেহেরপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনস্বার্থ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক ভ্রাম্যমাণ আদালত ও টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে একাধিক মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।

মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল হুদা–এর নেতৃত্বে সোমবার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর ও বাবুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীর ধারের মাটি অবৈধভাবে কেটে ট্রাকে পরিবহনের অভিযোগে হাতে-নাতে ৭টি ট্রাক জব্দ করা হয়। পরে মুজিবনগর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ভঙ্গের অপরাধে ৩টি মামলায় মোট ২,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জয়াধর মুমু–এর নেতৃত্বে সদর উপজেলার বড়বাজার এলাকায় খুচরা বাজারে টাস্কফোর্স অভিযান চালানো হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য, সবজি, মাছ ও মুদি দোকানগুলোতে মূল্য তালিকা ও ভাউচার সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা না থাকায় ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাজারে অধিকাংশ পণ্যের দাম কিছুটা হ্রাস পেয়েছে বলে জানা যায়।

মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা–এর নেতৃত্বে কাথুলী রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্সসহ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এ সময় ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ ১৫টি যানবাহন তল্লাশি করা হলেও কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৬৬ ও ৯২ ধারায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ২টি মামলায় মোট ৮০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন–এর নেতৃত্বে বাঁশবাড়িয়া এলাকায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। গণপরিবহন, ট্রাক ও মোটরসাইকেল তল্লাশি করা হলেও কোনো অবৈধ কার্যক্রমের প্রমাণ মেলেনি। তবে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৪টি মামলায় ২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন