Home » মুজিবনগরে পুলিশের অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ২ জামায়াত নেতা গ্রেফতার

মুজিবনগরে পুলিশের অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ২ জামায়াত নেতা গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
259 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মুজিবনগরে পুলিশের অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ২ জামায়াত নেতা গ্রেফতার

 

মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ২ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে।

এরা হলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের একছেদ আলীর ছেলে সোহেল রানা (৩৭) ও একই উপজেলার খানপুর গ্রামের মো: মোসলেম উদ্দীনের ছেলে ইলিয়াছ হোসেন (৩৬)।

সোহেল রানা জামায়াতের দারিয়াপুর ওয়ার্ড সভাপতি ও রাজনৈতিক সেক্রেটারী এবং ইলিয়াছ হোসেন সমাজসেবা বিষয়ক সম্পাদক।

 

এদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মুজিবনগর থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)২৫-ডি ধারায় পুলিশের দায়ের করা মামলা নং ১১, তারিখ ২৪/০১/২০২৩ ইং মামলায় তাদের মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের বাড়িতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত দুই জামায়াত নেতাকে আজ বুধবার (৯ আগষ্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন