Home » মুজিবনগরে বসতবাড়ির পেছন থেকে গাঁজার গাছ উদ্ধার, আটক-১।

মুজিবনগরে বসতবাড়ির পেছন থেকে গাঁজার গাছ উদ্ধার, আটক-১।

কর্তৃক xVS2UqarHx07
11 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বসতবাড়ির পেছন থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য ১ লাখ টাকা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মুজিবনগর থানা পুলিশ।

অভিযানকালে উপজেলার মোনাখালী গ্রামের বাসিন্দা বুলবুল হোসেনের (৩৫) বসতবাড়ির পেছনে টয়লেটসংলগ্ন স্থানে রোপণ করা তিনটি গাঁজার গাছ পাওয়া যায়। উদ্ধার করা গাছগুলোর আনুমানিক ওজন ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে আমরা বুলবুল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করি। তার টয়লেটের পাশে চাষ করা তিনটি গাঁজার গাছ উদ্ধার করি। সে নিজেই এগুলো রোপণ ও পরিচর্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে আছি। স্থানীয়দের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। এ ঘটনায় আটক বুলবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুজিবনগর থানা পুলিশ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন