Home » মুজিবনগরে মাদক বিরোধী অভিযানে মটরসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক

মুজিবনগরে মাদক বিরোধী অভিযানে মটরসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক

কর্তৃক xVS2UqarHx07
162 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মটরসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ৩টার দিকে মেহেরপুর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং মুজিবনগর থানা ইনচার্জ মেহেদী রাসেলের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে

এসআই প্রহলাদ রায়, এএসআই দরবেশ সঙ্গীয় ফোর্স উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর বাগোয়ান রোডের দরগা পাড়ার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আনন্দবাস গ্রামের (ফিল্ড পড়ার) জব্বার আলীর ছেলে সুজন আলী (৪৫) মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশ টি ভি এস স্ট্রাইকার মোটরসাইকেল এবং বস্তায় ভরা অবস্থায় ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

মুজিবনগর থানা ইনচার্জ মেহেদী রাসেল বলেন, পলাতক আসামির নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে এবং আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন