নিজস্ব প্রতিনিধি:
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবং গুড নেভার বাংলাদেশ সিডিপি’র মেহেরপুর ম্যানেজার বিপুল রেমা।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয় মুজিবনগরে।

