আজকের মেহেরপুর ডেস্ক:
মুজিবনগর-মেহেরপুর প্রধান সড়কে হাইড্রলিক্স ট্রাক্টর ট্রলি দ্বারা মাটি বহন করায় প্রধান সড়কে মাটি পড়ে যানচলাচল ব্যাহত হওয়ার ৩ জন মাটি বহনকারী ট্রাক্টর ড্রাইভার এর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই), বিকেলের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কামাল হোসেন, স্বপন আলী এবং রবিউল ইসলাম নামের ৩ ট্রাক্টর চালকের প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সড়কে মাটি ফেলার অপরাধে বাংলাদেশ সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৯২ এর (১) ধারা অনুযায়ী মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল মজিদের ছেলে কামাল হোসেনকে ১০ হাজার টাকা, মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের কাওসার আলী ছেলে স্বপন আলীকে ১০ হাজার টাকা এবং একই উপজেলার পুরোন্দপুর গ্রামের কারশেদ আলীর ছেলে রবিউল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য হাইড্রলিক্স ট্রাক্টর ট্রলি ও ট্রলিতে মাটি বহন করায় মুজিবনগর-মেহেরপুর প্রধান সড়ক ছাড়াও বিভিন্ন জায়গাতে বহনকারী ট্রলির মাটি পড়ে যানচলাচল ব্যাহত হচ্ছে এবং বৃষ্টির পানিতে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছে। এ কারণে উপজেলা নির্বাহী অফিসার সকল সড়ক নিরাপদ রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে সড়ক নিরাপদ রাখতে প্রয়োজনে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান।