আমঝুপি অফিস:
মুজিবনগরে দুর্গোৎসব উপলক্ষে হিন্দু দরিদ্র পরিবারের মাঝে জামায়াতের খাদ্য বিতরণ
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের ৫৪ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার এ খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাও. খানজাহান আলী, উপজেলা নায়েবে আমীর মাওলানা ফিরাতুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোঃ খাইরুল বাসার, সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি ফজলুল হক গাজী, উপজেলা সমাজ কল্যাণ সেক্রেটারি আমিনুল হক এবং বাগোয়ান ইউনিয়ন আমীর মাও. ফারুক হোসেন।
খাদ্যসামগ্রী গ্রহণের পর মুজিবনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ জেলা জামায়াতের আমীরকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ দুর্গোৎসবের আনন্দকে আরও পরিপূর্ণ করেছে।
জামায়াতে ইসলামী ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

