Home » মুজিবনগর উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু।

মুজিবনগর উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু।

কর্তৃক xVS2UqarHx07
22 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস খ্রিস্টান পাড়ায় পানিতে ডুবে দূর্জয় (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দূর্জয় ওই গ্রামের সুরজয় মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১০ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দূর্জয় খেলতে খেলতে বাড়ির পাশের একটি গর্তে পড়ে যায়। তখন আশপাশে কেউ উপস্থিত না থাকায় শিশুটির পড়ে যাওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে কারও নজরে আসেনি। কিছু সময় পর সমবয়সী শিশু ও এলাকাবাসীর চোখে পড়লে, দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শিশু দূর্জয়ের অকাল মৃত্যুতে তার পরিবারে ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।।

০ মন্তব্য

You may also like

মতামত দিন