নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
শুক্রবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের নির্মাণ কাজ নিয়মিত তদারকীর অংশ হিসেবে পরিদর্শন করেন। এসময় মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তোতা সেখানে উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে সুবিধাভোগী পরিবারের সাথে মতবিনিময় করা হয়।