Home » মুজিবনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মুজিবনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কর্তৃক xVS2UqarHx07
167 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলার যতারপুরে সড়ক দুর্ঘটনায় খোকন মন্ডল নামের এক ব্যক্তির নিহত হয়েছে। গতকাল দুপুরের দিকে মেহেরপুর যতারপুর- কোমরপুরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন মন্ডল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে।এলাকা সূত্রে জানা গেছে খোকন মন্ডল ঘটনার সময় মোটরসাইকেল যোগে কোমরপুর বাজার থেকে যতারপুর যাওয়ার পথে যতারপুর মাঝামাঝি মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গার ড- ১১-০০৪৯) খোকন মন্ডল কে ধাক্কা মারে। এতে খোকন মন্ডল ঘটনাস্থলেই নিহত হন- নিহত খোকন মন্ডল মোটরসাইকেল যোগে বিভিন্ন দোকানে দোকানে পাউরুটি বিস্কুট ও বিভিন্ন বেকারি মালামাল ব্যবসা করেন- প্রত্যক্ষদর্শীরা জানান দুই ছেলে এক মেয়ে এবং তিনিই ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি – তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে’। দুর্ঘটনার পরপরই কোমরপুর আইসি ক্যাম্পের পুলিশ ট্রাকসহ চালক কে আটক করেন। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানা যায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছেl

০ মন্তব্য

You may also like

মতামত দিন