Home » মুজিবনগর উপজেলার যাতারপুরে  বীর মুক্তিযোদ্ধা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুজিবনগর উপজেলার যাতারপুরে  বীর মুক্তিযোদ্ধা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কর্তৃক xVS2UqarHx07
57 ভিউজ

 

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যাতারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন সরদারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

 

সোমবার সকালের দিকে যতারপুর ব্রীজ সংলগ্ন স্থানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিনের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

 

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় বিহোগলে করুন সুর বেজে ওঠে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে যাতাররপুরে জানাজা শেষে যতারপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

 

এর আগে রবিবার দিবাগত রাতে বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিনের স্ত্রী, ১পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন