নিজস্ব প্রতিবেদক:
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ ।
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার করা হয়েছে। গেল রাতে কেগারগঞ্জ বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশ।
মুজিবনগর থানা সুত্রে জানা গেছে, এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলমান। এ অভিযানে রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার করে মুজিনগর থানায় নেওয়া হয়। বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রফিকুল ইসলাম তোতাকে একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, রফিকুল ইসলাম তোতা গেল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেছিলেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অত্যান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত রফিকুল ইসলাম তোতা নির্বাচনে পরাজয় বরণ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর কাছে।