আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রমে সহযোগিতা করায় মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন,দারিয়াপুর ইউনিয়ন, মোনাখালী ইউনিয়ন এবং মহাজনপুর ইউনিয়নের একজন গ্রামপুলিশকে প্রণোদনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে গ্রাম পুলিশদের রাতে প্রণোদনা তুলে দেয়া হয়। মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার গ্রাম পুলিশদের রাতে প্রণোদনা তুলে দেন। কাজের প্রতি উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয় বলে উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে।