আমঝুপি অফিস:
মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশব্যাক করলো বিএসএফ
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোরে উপজেলার সোনাপুর গ্রামের মাঝপাড়া সীমান্ত দিয়ে এ পুশব্যাকের ঘটনা ঘটে। পরে বিজিবি তাদের আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে।
বিজিবির ১০৫ নম্বর ক্যাম্পের কমান্ডার মনমোহনের নেতৃত্বে একটি দল পুশব্যাককৃতদের আটক করে। আটককৃতরা হলেন—যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল ও মাদারিপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, এরা পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং সেজন্য বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছে। সাজা শেষে তাদেরকে পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগার থেকে হৃদয়পুর সীমান্ত হয়ে মুজিবনগরের মাঝপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।