নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের খুদে বিজ্ঞানী আল কাসাভের পিতাকে ফোন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের খুদে বিজ্ঞানী আল কাসাভকে অভিনন্দন ও সকল ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে তার বাবার সাথে মোবাইল ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সে উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন খুদে বিজ্ঞানী আল কাসাভের বিদ্যালয়ে এসে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এসময় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, কাজিপুর ইউনিয়ন বিএনপির নেতা মতিউর রহমান মোল্লা, কাজিপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন উপস্থিত ছিলেন।
সাবেক এমপি মাসুদ অরুন খুদে বিজ্ঞানী আল কাসাভকে অভিনন্দন ও তার উদ্ভাবনী কাজে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। দলের পক্ষ থেকে আল কাসাভকে সংবর্ধিত করাই এলাকাবাসী তারেক রহমানকে ধন্যবাদ দিয়েছেন।
আগামীতে তার উদ্ভাবনী কাজের সহযোগিতা করা হবে বলে জানান সাবেক এমপি মাসুদ অরুন।