Home » মেহেরপুরের গাংনীর দুটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ২ জন আহত।

মেহেরপুরের গাংনীর দুটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ২ জন আহত।

কর্তৃক xVS2UqarHx07
10 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাগুলো ঘটে।

 

নিহতরা হলেন—গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৪) এবং কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে তারেক আলী ওরফে সোহাগ (৩০)। আহতরা হলেন—হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহাগ (২৮) এবং উপজেলা পল্লী ব্যাংকের মাঠ সহকারী আমজাদ হোসেন (৪০)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঠ সংলগ্ন এলাকায় একটি স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

অন্যদিকে, মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে আসা তারেক ও সোহাগের সংঘর্ষ হলে পেছনে থাকা আমজাদ হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারেক আলীর মৃত্যু হয়।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন