Home » মেহেরপুরের চাঁদবিলে পানিতে ডুবে মধ্যবয়সী নারীর মৃত্যু

মেহেরপুরের চাঁদবিলে পানিতে ডুবে মধ্যবয়সী নারীর মৃত্যু

কর্তৃক ajkermeherpur
73 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে পানিতে ডুবে মনোয়ারা খাতুন (৫৫) নামে এক মধ্যবয়সী নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদবিল পশ্চিম পাড়ার বাসিন্দা মোন তাজ আলীর স্ত্রী মনোয়ারা খাতুন প্রতিদিনের ন্যায় পারিবারিক কাজ শেষে পাশের চাঁদবিল বিলের সেউটি ঘাটে গোসল করতে যান। গোসলের সময় তিনি পানিতে ডুব দিলে আর ওপরে উঠতে পারেননি।

এ সময় সঙ্গে থাকা নারীরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বিল থেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মনিরুল ইসলাম জানান, তার মা কোনো অসুস্থতায় ভুগছিলেন না। প্রতিদিনের মতোই তিনি গোসল করতে গিয়েছিলেন। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। তিনি তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

মনোয়ারা খাতুন এক ছেলে, দুই মেয়ে ও স্বামী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে চাঁদবিল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন