Home » মেহেরপুরের মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কর্তৃক ajkermeherpur
120 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুরের মুজিবনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু (৪১) কে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
আটককৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে ও মুজিবনগরে মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
যৌথবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল হক মিঠুর কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে তার গ্রেপ্তারের দাবিতে ২০২৩ সালে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন