নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে সা*পের কামড়ে আতিয়ার রহমান(৫৫) নামের এক ওঝার মৃ*ত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মৃ*ত্যুব*রণ করেন।
এর আগে বিকেলের দিকে শ্যামপুর পাম বাগান এলাকায় তাকে একটি সাপে দং*শ*ন করে।
আতিয়ার রহমান মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মল্লিকপাড়া এলাকার তারুন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেলের দিকে সদর উপজেলার শ্যামপুর পাম বাগানে একটি বি*ষধ*র কু*লীম সা*প একটি গর্তে ঢুকলে হাসুয়া দিয়ে কো*প মেরে সা*পটিকে ধরার চেষ্টা করে। এই সময় সাপটি তাকে দং*শন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়।