Home » মেহেরপুরের ৬ নং ওয়ার্ডে জাহাঙ্গীর বিশ্বাসের গণসংযোগ।

মেহেরপুরের ৬ নং ওয়ার্ডে জাহাঙ্গীর বিশ্বাসের গণসংযোগ।

কর্তৃক ajkermeherpur
44 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ধানের শীষের সমর্থনে মেহেরপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

মঙ্গলবার বিকেলে শহরের এশিয়া নেট এলাকা থেকে তিনি গণসংযোগ কর্মসূচি শুরু করেন। পরে ৬ নং ওয়ার্ডের স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে জাহাঙ্গীর বিশ্বাস বলেন, আমরা একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় নির্বাচন সন্নিকটে, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সম্ভাবনা রয়েছে। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, গত ১৬ বছর যারা রাজপথে ছিলেন, পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, পালিয়ে থেকেও আন্দোলন চালিয়ে গেছেন আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক তাঁদেরই দেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন