নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা
অদ্য ৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবদুল করিম মেহেরপুর জেলা হতে খুলনা রেঞ্জ অফিসে বদলি হওয়ায় মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা জনাব আবদুল করিমকে ক্রেস্ট ও স্মৃতিস্মারক প্রদানসহ সন্মান প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্), মেহেরপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা জনাব আবদুল করিমের মেহেরপুর জেলা পুলিশের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।

