আমঝুপি অফিস:
মেহেরপুরে অবৈধ ভাবে সার মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা ও সার জব্দ ।
মেহেরপুরে অবৈধ ভাবে সার মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময় মজুদ করা ৯০ বস্তা ইউরিয়া ও ২৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ানের করমদী গ্রামের দিঘীরপাড়ায় অবস্থিত বিসমিল্লাহ ট্রেডার্সে স্বত্বাধিকারী আশরাফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারের অনুমোদিত বিসিআইসি ডিলার না হওয়া সত্ত্বেও নিজ গোডাউনে সার মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাংনী শাখার সদস্যরা অভিযান চালিয়ে গতকাল বুধবার ৯০ বস্তা ইউরিয়া ও ২৯ বস্তা ডিএপি সার জব্দ করেন। সার জব্দের বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০৬ সালের ৮ (১) ধারায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স স্বত্বাধিকারী আশরাফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে।