Home » মেহেরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীর হামলায় বিএনপি কার্যালয় ভাঙচুর।

মেহেরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীর হামলায় বিএনপি কার্যালয় ভাঙচুর।

কর্তৃক xVS2UqarHx07
403 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাত ১১ টার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতা ও ৩নং ওয়ার্ড সহ-সভাপতি শামসুল আলম লায়লা জানান, রাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি, সোটা ও রড নিয়ে অতর্কিতভাবে অফিসে হামলা চালায় এবং কার্যালয়ের আসবাবপত্র, ব্যানার ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় বিএনপি নেতা শরিফুল ইসলাম ও হায়াতকে মারধর করে গুরুতর আহত করা হয়। তিনি আরও বলেন, “হামলাকারীরা এখনও হুমকি দিচ্ছে, আমরা আতঙ্কে আছি।

অভিযোগে বলা হয়েছে, মোহানের ছেলে সোহেল, জহুরের ছেলে সাদ্দাম, আসুবের ছেলে রাজিব, সবুজ, কাসেমের ছেলে বাঁধন, রাজ্জাকের ছেলে সম্রাট, সামাদুলের ছেলে আরিফুল এবং ইকলাসসহ কয়েকজন এই হামলায় জড়িত ছিলেন। এদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন