Home » মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করা হয়েছে

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
203 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাপতি শামীম আরা হীরা, মেহেরপুর সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলা হাফিয়া, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।

মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজিত আলোচনা সভায় শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল অপু সরোয়ার, সি.ডি.পি উপ-পরিচালক প্রভঞ্জন বিশ্বাস,মোছাঃ নূর জান্নাতুল আরা সহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন