Home » মেহেরপুরে আমঝুপি শিশু বলাৎকারের অভিযোগে একজনকে গণধোলাই, পুলিশে সোপর্দ।

মেহেরপুরে আমঝুপি শিশু বলাৎকারের অভিযোগে একজনকে গণধোলাই, পুলিশে সোপর্দ।

কর্তৃক xVS2UqarHx07
64 ভিউজ

মেহেরপুর অফিস:

 

আমঝুপি শিশু বলাৎকারের অভিযোগে একজনকে গণধোলাই, পুলিশে সোপর্দ।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে গোলাম মোস্তফা (৫২) নামের হেলথ ফ্যামিলি প্লান এর এক কর্মকর্তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

বুধবার(২৩ এপ্রিল) রাত সাড়ে ৮:৩০ রাত দিকে আমঝুপি আলিম মাদ্রাসার পাশের কবরস্থানে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, শিশুদের বিভিন্ন উপহারের প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্ত মুক্ত হোসেন। তখনই সন্দেহভাজন আচরণ দেখে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।

 

আহত অবস্থায় গোলাম মোস্তফা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন আহমেদ।

 

তিনি আরও জানান, বলাৎকারের শিকার শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

০ মন্তব্য

You may also like

মতামত দিন