Home » মেহেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হলেন যারা

মেহেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হলেন যারা

কর্তৃক xVS2UqarHx07
430 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ৪টি ও গাংনী উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৫টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত হয়েছে। এছাড়ও মুজিবনগর উপজেলায় ৪টিতে প্রার্থী চুরান্ত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চুরান্ত করা হয়।তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর এ ৯টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।

যারা মনোনীত হয়েছেন,তারা হলেন-গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের মনোনীত প্রার্থী গোলজার হোসেন, তেতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি আব্দুল্লাহ আল মামুন,মটমুড়া ইউনিয়ন পরিষদের নৌকা মাঝি হাসেম বিশ্বাস,বামন্দী ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি ওবাইদুর রহমান কমল,সাহারবাটি ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি হলেন মশিউর রহমান।

এদিকে মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন,আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন,মহাজনপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিল, বাগোয়ান ইউনিয়নে পেয়েছেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক কুতুবউদ্দীন মল্লিক,মোনাখালীতে পেয়েছেন মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম (অপা) গাইন,দারিয়াপুরে পেয়েছেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তকিম হক খোকন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন