Home » মেহেরপুরে ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলামের মোটরসাইকেল শোডাউন।

মেহেরপুরে ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলামের মোটরসাইকেল শোডাউন।

কর্তৃক ajkermeherpur
19 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মুক্তির মূলমন্ত্র—ইসলামী শাসনতন্ত্রের অঙ্গীকারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক খাদেমুল ইসলাম নির্বাচনী প্রচারণা ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার আয়োজনে বারাদী হাইস্কুল মাঠ থেকে শোডাউনের সূচনা হয়। বিশাল মোটরসাইকেল বহর বারাদী হাইস্কুল মাঠ থেকে বেরিয়ে বারাদী–আমঝুপী–মেহেরপুর কলেজ মোড়–হাসপাতাল মোড়–বড় বাজার–কোর্টমোড়–রাইপুর–নুরপুর–যতারপুর–কোমরপুর–মহজনপুর–নাটুদহ–কেদারগঞ্জ–দারিয়াপুর–মোনাখালী–চকশ্যামনগর–বামনপাড়া ঘুরে পুনরায় কোর্ট মোড়ে এসে সমাপ্ত হয়।

নির্বাচনী প্রচারণা ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউনে বাংলাদেশ মুজাহিদ কমিটি মেহেরপুর সদর মাওলানা হাসানুজ্জামান, জেলা নির্বাচন কমিটির আহ্বায়ক মুফতী আবু বকর সিদ্দিক, গাংনী শাখার সভাপতি মো. মুস্তাফিজুর রহমান সেন্টু, ইসলামী যুব আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীল নেতা ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন