Home » মেহেরপুরে ঐতিহ্যবাহী ‘গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার’-এর হোটেল বাজার শাখার উদ্বোধন

মেহেরপুরে ঐতিহ্যবাহী ‘গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার’-এর হোটেল বাজার শাখার উদ্বোধন

কর্তৃক ajkermeherpur
47 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের নতুন শাখা ‘হোটেল বাজার শাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ফিতা কেটে ও কেক কেটে এই শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মরহুম গিয়াস উদ্দিনের সহধর্মিণী হাজী আছিয়া খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, আলমগীর বাদশা শিল্টনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উদ্বোধনের পর কেক কাটা এবং প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি ও সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখা এই মিষ্টান্ন ভাণ্ডারের নতুন শাখা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন