Home » মেহেরপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন।

মেহেরপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন।

কর্তৃক xVS2UqarHx07
24 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন।

 

ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত, সকল ঔষধের মূল্য সরকারের নির্ধারণ, এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসি বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখা।

 

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মানববন্ধনে বক্তব্যকালে মোঃ আব্দুল লতিফ বিশ্বাস বলেন, “ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নিয়ে প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করে সাধারণ জনগণকে সুবিধা প্রদান করতে হবে।”

 

এ সময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি রাকিবুল হাসান রন, সহ-সভাপতি কাজী খয়রুদ্দীন আহমেদ, নির্বাহী সদস্য মতিউর রহমান, আমিনুল ইসলাম সেন্টু, বাবর আলীসহ আরও অনেকে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন আসিফ আল মোনায়েম, জালাল উদ্দিন সেলিম খান, রিনু এবং মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্যবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন