নিজস্ব প্রতিনিধি: তয়ন সাহা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে দিনব্যাপী আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এবং Accelerating Strengthening Skill of Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় এ কর্মসূচি পালিত হয়।
দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর (ফার্ম) প্রকৌশলী শফি উদ্দিন, চিফ ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) মোক্তার হোসেন মীর, ইন্সট্রাক্টর (অ্যাপারেল) মিনারুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনের পর ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলেজ মোড়, আমঝুপি নীলকুঠি ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় গান, প্রচারপত্র ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে কারিগরি শিক্ষার গুরুত্ব, কর্মসংস্থানের সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।
পরে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন পর্বে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার তাৎপর্য নিয়ে আলোকপাত করা হয়। এর মধ্য দিয়ে দিনের বিভিন্ন আয়োজন শেষে ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়।