আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থ বছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপজেলার বিভিন্ন গ্রামের ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার সাহাদুল ইসলাম ও অতিরিক্ত কৃষি অফিসার রাজিবুল হাসান। এছাড়া কৃষি কর্মকর্তারা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন।