নিজস্ব প্রতিবেদকঃ
মেহেরপুরে কোভিড-১৯, নতুন প্রাপ্ত রিপোর্ট -২৩টি, পজেটিভ ২টি, মৃত্যু-১জন
শুক্রবার (২০/০৮/২১ইং) রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন অফিস, মেহেরপুর। (ফেবু) আইডি সূত্রে আরও জানা গেছে,
নতুন প্রাপ্ত রিপোর্ট হলো -২৩ (পিসিআর ল্যাব-০, এন্টিজেন-২৩, জিন এক্সপার্ট-০) টি ।
নতুন পজেটিভ-২ টি (সদর-২, গাংনী-০, মুজিবনগর-০) ।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ১৮৬।
(সদর-১৫, গাংনী-১১০, মুজিবনগর -৬১) জন।
মৃত্যু – ১৭৪ জন (নতুন ১ জন মারা গেছেন)।
(সদর-৮১, গাংনী- ৫৪, মুজিবনগর -৩৯)।
সুস্থ্য= ৪০৪৭ জন। (আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৬১ জন)
[ সদর-১৮৮৯, গাংনী -১৬০৬, মুজিবনগর-৫৫২]
ট্রান্সফার্ড- ১২০ জন। (সদর- ৭৭, গাংনী-১৮ , মুজিবনগর -২৫)।
সবাই সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলতে এবং সতর্ক থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয়।