Home » মেহেরপুরে গাড়াবাড়িয়ায় কোরআন ও হাদিসভিত্তিক আলোচনা সভায় বাধা, স্থানীয় দুইজনের বিরুদ্ধে অভিযোগ

মেহেরপুরে গাড়াবাড়িয়ায় কোরআন ও হাদিসভিত্তিক আলোচনা সভায় বাধা, স্থানীয় দুইজনের বিরুদ্ধে অভিযোগ

কর্তৃক xVS2UqarHx07
84 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়িয়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) বাদ মাগরিবের নামাজের পর উত্তরপাড়া জামে মসজিদে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ কোরআন ও হাদিসভিত্তিক আলোচনা সভার আয়োজন করেন। কিন্তু ওই সময় কথিত বিএনপির মিল্টন গ্রুপের দুই নেতা-কর্মী— কে. আর. আর. এস মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস।

সভায় বাধা প্রদান করে এবং উপস্থিতদের হুমকি দেন। তারা বলেন, “জামায়াতের নেতাকর্মীরা মসজিদে কোনো আলোচনা করতে পারবে না।”

এ সময় জামায়াতের নেতাকর্মীরা ও এলাকাবাসী তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে কয়েক জনকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন