Home » মেহেরপুরে চলন্ত পিকআপের ধাক্কায় শহিদা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন।

মেহেরপুরে চলন্ত পিকআপের ধাক্কায় শহিদা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন।

কর্তৃক ajkermeherpur
114 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

নিহত শহিদা খাতুন মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের আব্দুল গনির স্ত্রী।

আজ রবিবার (২৬ অক্টোবর ) দুপুর ২টার সময় মেহেরপুর-কাথুলি সড়কের উজুলপুর বটতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত শাহিদা খাতুন মাঠে তার স্বামীকে খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। বটতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন