Home » মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন।

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন।

কর্তৃক ajkermeherpur
33 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে উৎসাহ-উদ্দীপনার সাথে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী কনিকা ইসলাম ও জেমি জান্নাত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মীর দানিয়াল হোসেন রনি।

পরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন