নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তহিদুল কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন-সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.ইনজামামুল হক, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব, মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মুস্তাক আহমেদ, রফিকুল আলম প্রমুখ।

