নিজস্ব প্রতিনিধি:
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতি চালু করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। একইসঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবিলম্বে গণভোটের ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন,রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলার সেক্রেটারি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, মুজিবনগর উপজেলা আমির মাওলানা খানজাহান আলী, উপজেলা নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম এবং জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি খাইরুল বাসার সহ স্থানীয় নেতাকর্মী বিন্দু উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের প্রত্যাশা পূরণে অবিলম্বে এই পাঁচ দফা বাস্তবায়ন করা হোক।

