Home » মেহেরপুরে জাল দলিল ও মারধর মামলায় দুইজনের কারাদণ্ড।

মেহেরপুরে জাল দলিল ও মারধর মামলায় দুইজনের কারাদণ্ড।

কর্তৃক ajkermeherpur
81 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরে দুটি পৃথক মামলায় দুই আসামিকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত। জাল দলিল মামলায় দীন মোহাম্মদকে ১০ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং মারধরের মামলায় আব্দুল খালেককে ১ বছর কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে দুজনকেই অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে মেহেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।

প্রথম মামলার বিবরণে জানা যায়, প্রায় আট থেকে দশ বছর আগে দীন মোহাম্মদ ও তার ভাই আমজাদ খাঁ বাদীর গ্রামে বসবাস শুরু করেন। বাদীর পিতা সাময়িকভাবে তাদের বসবাসের অনুমতি দেন। কিন্তু পরবর্তীতে দীন মোহাম্মদ বাদীর পৈতৃক জমির একটি অংশ নিজের নামে জাল দলিল তৈরি করে আত্মসাতের চেষ্টা চালান।

পরে বাদী গাংনী সাবরেজিস্ট্রি অফিসে দলিলটি যাচাই করে জাল প্রমাণিত করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি), গাংনী প্রজাস্বত্ব আইন ১৯৫০-এর ১৫০ ধারা অনুযায়ী দলিলভিত্তিক নামজারী বাতিলের আদেশ দেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীন মোহাম্মদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্য মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাদী সাংবাদিক সম্মেলন শেষে বাড়ি ফেরার সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালান। হামলার সময় আসামি আব্দুল খালেক ইট দিয়ে বাদীর মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনার পর আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল খালেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের আদালত প্রাঙ্গণ থেকেই কারাগারে পাঠানো হয়। নতুন কয়েকটি হেডিং চাই

০ মন্তব্য

You may also like

মতামত দিন