Home » মেহেরপুরে জেলা শিক্ষা অফিসার হযরত আলীকে বিদায় সংবর্ধনা।

মেহেরপুরে জেলা শিক্ষা অফিসার হযরত আলীকে বিদায় সংবর্ধনা।

কর্তৃক ajkermeherpur
86 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বদলি জনিত কারণে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার হযরত আলীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে জেলা শিক্ষা অফিসের হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমরাইল হোসেন, জাব্বারুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আবুল কাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাহিম।
বিদায়ী জেলা শিক্ষা অফিসার হযরত আলী তার বক্তব্যে শিক্ষা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মেহেরপুরের শিক্ষা উন্নয়নে সর্বদা সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় শাহাবুল, তাজউদ্দীন, শামসুল ইসলাম, আব্দুর রাজাকসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন