নিজস্ব প্রতিনিধি:
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের আন্তঃওয়ার্ড পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫ খ্রি.) বিকেলে গোভীপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২নং ওয়ার্ড ১নং ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
“মাদক, ইভ টিজিং, অনলাইন ক্যাসিনো ও বাল্যবিবাহ প্রতিরোধে খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি”— এই প্রতিপাদ্যে মেহেরপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে আন্তঃওয়ার্ড পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় আগামীকাল ২৭ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে মেহেরপুর জেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসন, মেহেরপুর সদর-এর আয়োজনে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হবে।
এ টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও সদর পৌরসভা অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

