Home » মেহেরপুরে দুটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ দুইজন আটক

মেহেরপুরে দুটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ দুইজন আটক

কর্তৃক ajkermeherpur
176 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের অভিযানে দুটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারসহ তাদের আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

আটককৃতরা হলো— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিদ্দিকের ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এবং একই এলাকার মৃত দিদার মণ্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)।

র‍্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল (Made in USA), ১টি রিভলবার (Made in Afghanistan) এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন