মেহেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মিস লুৎফুন নাহারকে পদায়ন করা হয়েছে। মেহেরপুরের বর্তমান জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইল জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
গতকাল রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাত্র আড়াই মাসের ব্যবধানে মেহেরপুরের জেলা প্রশাসককে বদলি করা হলো। গত ২৫ আগষ্ট ড. মোহাম্মদ আব্দুল ছালামকে মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে সরকার।

