নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে মাহাবুল হোক পলেন, সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুরের সামগ্রিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদেরকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।