Home » মেহেরপুরে নরমাল ডেলিভারি মায়েদের হাতে জন্ম সনদ ও উপহার তুলে দিল প্রশাসন ।

মেহেরপুরে নরমাল ডেলিভারি মায়েদের হাতে জন্ম সনদ ও উপহার তুলে দিল প্রশাসন ।

কর্তৃক ajkermeherpur
32 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

স্বাভাবিক সন্তান প্রসবে মা ও শিশু থাকে নিরাপদে- এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতে এক অন্য উদ্যোগ গ্রহণ করেন।

আজ শনিবার (১ নভেম্বর) দুপুর ২ টার সময় নরমাল ডেলিভারি কে উদ্বুদ্ধ করতে মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালামের নির্দেশনায় মা ও নবজাতকের ফ্রিতে জন্ম নিবন্ধন সনদ ও শুভেচ্ছা উপহার তুলে দেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রুমানা হেলালী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইকবাল এনামুল কবির ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন মনে করেন এই ধরনের পদক্ষেপের নরমাল ডেলিভারি বৃদ্ধি ও মা-শিশুর নিরাপদ প্রসবে উৎসাহ জোগাবে বলে মনে করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন