সহ- বার্তা সম্পাদক শাহিন আহমেদ:
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইবনে মায নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালের দিকে গাংনী শহরের ভিটেপাড়ায় তার নানা হারেজ আলী কসাইয়ের বাড়িতে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
ইবনে মায মেহেরপুর সদর উপজেলার বারাদিগ্রামের বুলবুল আহমেদের ছেলে।
তার পরিবার সূত্রে জানা গেছে সিড়ির নিচে থাকা পানির পাম্পের তার ধরে শিশুটি টানাটানি করছিল এ সময় বিদ্যুতের তার ছেড়ে গেলে সে বিদ্যুতায় তো হয়।
পরে তার পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে মেহেরপুর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

